মহেশপুর প্রতিনিধি মোঃ হাসান আলী:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউপির মাইলবাড়িয়া গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিম পার্শ্ব হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী (এক) মোঃ শাহীন মিয়া (২৮), পিতা- মোঃ নওশের আলী, (দুই) মোঃ জাহিদুল ইসলাম (২৭), পিতা- মৃত সোনা মিয়া, উভয়ের গ্রাম- মাইলবাড়িয়া, পোঃ সেজিয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে ৩৫ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।