Home » গাংনীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

গাংনীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
342 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা সোলেমান মালিথা(৬৫)আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার নিজ বাসভবনে তিনি মারা যান। বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মালিথা উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রামের মৃত আজিমউদ্দিন মালিকের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে,২ ছেলে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা পরিবার সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা জানান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন