Home » আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী সেলিম বিন জামান

আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী সেলিম বিন জামান

কর্তৃক xVS2UqarHx07
382 ভিউজ

ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক সেলিম বিন জামান। তার জনসেবামূলক নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

এলাকার উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এবছর ইউপি নির্বাচনে উপজেলার ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেলিম বিন জামান। তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।

সেলিম বিন জামান বলেন, ‘আমার কোনো রাজনৈতিক বড় পদ-পদবীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম বিন জামানের বাবা আসাদুজ্জামান (মঙ্গল)৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। সেলিম এর আগে কোন নির্বাচনে অংশ না নিলেও একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। সমাজের মানুষের সেবার জন্য বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।

ওই এলাকার আওয়ামীলীগ নেতা বেনজির আহমেদ বাবু খাঁন বলেন,গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় সেলিম পাশে দাঁড়ায়। আমরা তাকে দলীয় কিনবা সামাজিক কাজে ডাকলেই পাই । তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে এই ওয়ার্ডের অধিকাংশ মানুষ সেলিমকে চাই।’

রবি নামে আরেক বাসিন্দা বলেন, সেলিম আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। কারও উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি সেলিমকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।’

মানিক নামে এক বাসিন্দা জানান,সেলিম আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন