Home » নন্দলালপুর ইউপির নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের আলোচিত মুখ নওশের আলী বিশ্বাস

নন্দলালপুর ইউপির নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের আলোচিত মুখ নওশের আলী বিশ্বাস

কর্তৃক xVS2UqarHx07
514 ভিউজ

কুমারখালী প্রতিনিধি এম এ শাহিন হোসেনঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ থেকে নৌকার মাঝী হতেচান বর্তমান চেয়ারম্যান নওশের আলী বিশ্বাস কে, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। আওয়ামীলীগের একজন কর্মঠ কর্মী । দীর্ঘদিন ধরে বাংদেশ আওয়ামীলীগের সাথে রাজনীতি করে আসছেন। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৫নং নন্দলালপুর ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী। তিনি ৫ নং ইউনিয়ন পরিষদে ১৭/০৩/২০০৩ নির্বাচনে বিপুল ভোটে বিজয় হয়। চেয়ারম্যান ও নন্দলালপুর ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি ছিলেন এই কর্মঠ নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে থাকছেন। নির্বাচিত এলাকা ঘুরে দেখা গেছে সাধারণ জণগনের মুখে মুখে বর্তমান চেয়ারম্যান নওশের আলী বিশ্বাসের ব্যাপক নাম রয়েছে। ২০০১ সালে বিরোধী দলের হামলা,মামলা চলাকালীন সময়ে রাজ পথে ছিলেন এ-ই ত্যাগীনেতা নওশের আলী বিশ্বাস,মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাড়ান তিনি। এলাকাবাসীর আস্থা রয়েছে নওশের আলী বিশ্বাসের উপর। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান বলেন যে উন্নয়ন মূলক কাজ করেছেন তা সাধারন মানুষের মাঝে তুলে ধরেন। নওশের আলী বিশ্বাস নির্বাচনী এলাকায় ইতিমধ্যে খোজ নিয়ে জানা গেছে নন্দলালপুর ইউনিয়নের সাধারন মানুষ থেকে শুরু করে তরুন সমাজের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।সেটার মুল কারণ আমাদের বর্তমান চেয়ারম্যান নওশের আলী বিশ্বাস প্রতিদিন সকাল ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মোড়ে,মোড়ে চায়ের দোকানে ও গ্রাম গঞ্জের সর্ব শ্রেণীর মানুষের খোজ খবর রাখে,পরবর্তীতে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অফিস করেন। ইউনিয়ন পর্যায়ের আওয়ামী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগ্রহের কারণেই মনস্থির করেছেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের আশা করছেন।

প্রার্থী হিসেবে দল থেকে যদি বর্তমান চেয়ারম্যানকে যোগ্য মনে করে তাহলে তিনি নৌকা প্রতিকে নির্বাচন করতে চান। কারো বিপদের কথা শুনলে আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করি। তিনি বলেন, এলাকার মানুষ আমাকে কতটা ভালোবাসে নিজের কথা নিজে বলতে পারবো না, তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার মানুষ আমাকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার তাগিদ দেন। দল থেকে আমাকে মনোনীত করলে নৌকার মাঝি হিসাবে অবশ্যই নির্বাচনে প্রার্থী হিসাবে থাকবো। এছাড়া দলের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, আমি নৌকার পক্ষে, আমার প্রান যতদিন আছে ততদিন পর্যন্ত।

০ মন্তব্য

You may also like

মতামত দিন