নিজস্ব প্রতিবেদকঃ
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন পালন অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জুবায়েদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সহকারী প্রধান শিক্ষক জনাব বিকাশ চন্দ্র শীল। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রচনা প্রতিযোগিতা হয়। ১১টা থেকে ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু ও তার বর্ণাঢ্য জীবনের উপর কুইজ প্রতিযোগিতা হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়,তৃতীয় নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়।