মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি মোঃহাসান আলী:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে তিন জন পুরুষকে আটক করেছে বিজিবি ৫৮।
সোমবার (১৮ অক্টোবর) সকালে মহেশপুর সীমান্তের পার-গোপালপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- যশোর জেলার দিঘিরপাড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে আজগর আলী (৪৫), আজগর আলীর ছেলে জসিম মিয়া (২৩), একই জেলার বহিলাপোতা গ্রামের মৃত আঃ মজিদ এর ছেলে মোহাম্মাদ আলী (২৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপির এলাকা দিয়ে কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবেন। এরই ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে উপজেলার পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয়।
খালিশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, পার-গোপালপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ৩জন পুরুষকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করার অপরাধে বিজিবির থেকে মামলা দায়ের করা হয়। মামলা শেষে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।