নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আলােচনা সভার আয়ােজন করে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান মুন্টু।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধি আবুল কাশেম,চাঁদপুর সমবায় সমিতির প্রতিনিধি আলমগীর কবির হিরাে প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমবায় সমিতি ভালাে পরিচালনার জন্য ৩টি সমবায় সমিতির প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়।