আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন ও বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদাায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে বিদ্যালয় মিলনায়তনে বিদায় অনুষ্ঠান ও মুজিব কর্নার উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিব করণের উদ্বোধন করেন। এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আক্তার হোসেন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন লিটন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, নয়ন হাবিব প্রমুখ।