Home » ২য় ধাপের মেহেরপুর জেলায় ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি সম্পন্ন

২য় ধাপের মেহেরপুর জেলায় ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি সম্পন্ন

কর্তৃক xVS2UqarHx07
339 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ২য় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেহেরপুরের ২টি উপজেলার ৯টি ইউনিয়নের ৮৭ টি কেন্দ্রে ১ হাজার ৯১৪ জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে ৪৩৫ জন পুলিশ বাহিনীর সদস্য। এবং ১ হাজার ৪৭৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

বুধবার মেহেরপুরের মুজিবনগর এবং গাংনী থানা প্রাঙ্গণে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিংকালে এসকল তথ্য জানানো হয়। পুলিশ সুপার মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে ব্রিফিংকালে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মোঃ রকিবুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

জানা গেছে প্রতিটি কেন্দ্রে একজন এসআই অথবা এএসআই এর নেতৃত্বে ৫ জন পুলিশ বাহিনীর সদস্য। এবং ১৭ জন করে আনসার বাহিনীর সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন