Home » গাংনীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,শিক্ষা ভাতা এবং কম্বল বিতরণ

গাংনীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,শিক্ষা ভাতা এবং কম্বল বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
174 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা ভাতা এবং কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার গাংনীস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ,রুল পেন্সিল,বিভিন্ন প্রকার খাতা,সার্পনার,মাস্ক ও শুকনো খাবার। এছাড়াও একই সাথে কয়েকজন শিক্ষার্থীর মাঝে কম্বল ও শিক্ষা ভাতা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল ইসলাম ওহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার কাজী মো : আবুল মুনসুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী (বাঁশবাড়িয়া) প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন গাংনী প্রতিবন্ধী বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।

উল্লেখ্য শানঘাট পল্লী উন্নয়ন সংস্থাটি বেশ কয়েক বছর যাবত প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। এছাড়াও সংস্থাটি দারিদ্র বিমোচন, প্রকল্প,মৎস্য চাষ প্রকল্প,প্রাথমিক স্বাস্থ্যসেবা সচেতনতা ও শিক্ষা উন্নয়নে প্রশিক্ষণ ও তামাকজাত দ্রব্য ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করে আসছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন