নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলা সমবায় অফিসের উদ্দোগে বিআরডিবি হলরুমে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সভাপতিত্ব প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।
প্রশিক্ষনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ভিএস ডা. মো. আরিফুল ইসলাম, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন। প্রশিক্ষণে সহযোগিতা করেন মেহেরপুর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নূরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, সহকারী পরিদর্শক রুহুল কুদ্দুস, হাফিজুর রহমান প্রমূখ।
প্রশিক্ষণে গাংনী উপজেলার ৮টি সম্ভাবনাময় সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।