Home » দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান চার ব্যবসায়ীকে জরিমানা

দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান চার ব্যবসায়ীকে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
235 ভিউজ

দামুড়হুদা চুয়াডাঙ্গা থেকে জাহাঙ্গীর আলম:

দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ডে একাধিক ফলের দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১৩ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযানে ক্রেতাকে ঠকানো, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে ও ফ্রিজে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৪টি ফলের দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সজল আহমেদ জানান, জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দামুড়হুদা মডেল থানার এসআই বাবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন