লেখক🖋️মহেপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিবুস সাত্তার জমির
আজ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
তারা ভেবেছিল মেধাশূন্য করে নিঃশেষ করে দিবে মোদের
শোকে কাতর পথহারা হয়ে যাবো বুদ্ধিজীবিদের-
মোরা ভাইয়ের রক্তেমাখা শার্ট বুকে জড়িয়ে –
নেমেছিলাম কাফনের কাপড় মস্তকে মুড়িয়ে –
হায়েনার ঝাঁকের মতো বাঙালি জাতি একত্রিত হয়ে
রণমঞ্চে রক্তে রঞ্জিত করেছিলুম বাংলার মাঠিকে-
পরাজিত অপদস্ত করেছিলাম কালো হস্তকে।
ক্ষুধার্ত পেট এঁটো ভাতের মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশ-
জলন্ত অগ্নিগিরি লাবার মতো ফুটতে থাকা খড়ের ছাউনি মানুষের হাসফাস,
নির্ঘুম আতঙ্কিত সহস্র শতাব্দীর কালোরাত
কত জীবন জলাঞ্জলি দিল হানিতে এই রাঙা প্রভাত।
#বিনম্রশ্রদ্ধা
#শহীদ_বুদ্ধিজীবী_দিবসে
#সকল_শহীদের_প্রতি