Home » মেহেরপুর শহরে মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে তল্লাশি করে ফেনসিডিলসহ আটক

মেহেরপুর শহরে মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে তল্লাশি করে ফেনসিডিলসহ আটক

কর্তৃক xVS2UqarHx07
549 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে শহরের নতুন পাড়ার মোড় এলাকায় মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর থানার এএসআই কোহিতুর এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

রুপা খাতুন শহরের নতুন পাড়ার ইউসুফ আলীর মেয়ে।
এএসআই কহেতুর জানান, শহরে নতুন পাড়ার এলাকায় একাধিক মাদক মামলার আসামি রুপার বাড়িতে তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরমধ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই বোতল ফেন্সিডিল চুলার ভিতরে ফেলে দেয়। তার বাড়িতে পুলিশ সদস্যরা তল্লাশি চালাতে গেলে বটি দিয়ে আমাদেরকে মারার হুমকি দেয়। পরে পুলিশের সকল সদস্য নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। বিভিন্ন জায়গায় ফেলে রাখা ফেন্সিডিল বোতল আমরা উদ্ধার করি।পরে তাকে আটক করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসা হয়। তার নামে থানায় মাদক মামলা একাধিক রয়েছে।
এসময় মেহেরপুর সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন