নিজস্ব প্রতিবেদকঃ
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানগন বিভিন্ন ক্লাশে ভালো ফলাফল করায় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫/০১/২২ইং) খুলনা, বাগেরহাট জেলার মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকদের সন্তানগণ বিদ্যালয়ের ফলাফল তালিকায় শীর্ষে রয়েছেন তাদেরকে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রীতিভোজ অনুষ্ঠান করা হয়।
মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান শিক্ষক জনাব ইউনুস আলী মোল্যাসহ অন্যান্য সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব জুবায়েদ হোসেনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোঃ ইউনুস আলী মোল্যা। অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব সীতা মন্ডল, সমীরণ চন্দ্র দাস, সৈয়দ হাবীবুল্লাহ, মাকসুদুর রহমান, এফ এ কানন, রাহুল রায়, ইয়াকুব আলী, ইকবাল বাহার, রেহেনা পারভীন পলি, আনিছুর রহমান, আরাফাত মোহন, অরুন সরকার, মুন্সী তোফায়েল আহমেদ,জনাবা সিমু, লোকমান হোসেন, নার্গিস আক্তার প্রমুখ।