নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল-এর সাথে
সাক্ষাত করেছেন UGIIP-3 প্রকল্প পরিচালক রেজাউল হক ও গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রীর ঢাকাস্থ বাসভবনে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এলাকার উন্নয়নে বিভিন্ন পরামর্শমূলক কথা বলেন। তিনি আরাে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রুপান্তরিত করার চেষ্টা করে যাচ্ছেন। ইতােমধ্যে দেশের বিভিন্ন গ্রাম এখন শহরে রুপান্তরিত হয়েছে। বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বছরের প্রথমে দেশের সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্য নতুন বই তুলে দেয়া হয়েছে। এ ধরণের উন্নয়ন বিগত সরকার করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে,কৃষকদের মূল্যায়ন করে।