Home » মোমেনশাহী দর্পণের উদ্যোগে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ ৩য় দিন

মোমেনশাহী দর্পণের উদ্যোগে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ ৩য় দিন

কর্তৃক xVS2UqarHx07
314 ভিউজ

নিজস্ব প্রতিবেদকঃ

মোমেনশাহী দর্পণ ও আমরা জনতার বন্ধু (আজব)-এর উদ্যোগে মাসব্যাপী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সৃজনশীল সাহিত্য বিকাশে.. “মোমেনশাহী দর্পণ” ও আমরা জনতার বন্ধু (আজব)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতারণ করছে।

শুক্রবার (৭জানুয়ারি-২২) সন্ধ্যায় খুলনা স্কুল অনলাইন এডুকেশন কার্যালয়,খুলনায় থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। সৃজনশীল সাহিত্য বিকাশে….মোমেনশাহী দর্পণ ও আমরা জনতার বন্ধু (আজব)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতারণ করা হয়।

মানুষের পাশে দাঁড়ানো মানবতার ধর্ম। আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ রয়েছে, তাদের অনেকেরই শীত নিবারণ করার মতো গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমরা সামর্থ্যবানরা ইচ্ছা করলেই পারি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমরা যদি প্রত্যেকে অন্তত একজনের পাশে দাঁড়াই, তাহলে দশজন দশজনের পাশে দাঁড়ানো হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। একজন মানুষের জীবন তখনই সার্থক হয়, যখন সে মানব সেবাই নিজেকে বিলিয়ে দেয়। তাই অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা সম্মিলিত লেখক ফোরামের সভাপতি ও মোমেনশাহী দর্পণের কর্ণধার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেন, আমরা জনতার বন্ধু (আজব)’র নির্বাহী সদস্য মোঃ হায়দার আলী, মোঃ শাহিন, ও মোঃ কামরুল ইসলাম প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন