Home » মেহেরপুর সদর শাখার উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

মেহেরপুর সদর শাখার উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
175 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন”। এই শ্লোগানকে সামনে রেখে সবুজ আন্দোলন মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ মিয়াজান আলী। খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এলতাস উদ্দিন লাভলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, সবুজ আন্দোলনের সমন্বয়কারী আল মাসুম প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন