নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড পাড়া জামে মসজিদের ইমাম সাইফুল ইসলামের সাইকেল চুরি হয়ে গেছে।
শুক্রবার ভোরের দিকে পুরাতন বাস স্ট্যান্ড পাড়া জামে মসজিদ চত্বর থেকে সাইকেলটি চুরি হয়ে যায়।
জানা গেছে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার বাসিন্দা আলফাজ হোসেনের ছেলে পুরাতন বাসস্ট্যান্ডপাড়া জামে মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম ফজরের নামাজ পড়াতে এসে মসজিদের সামনে সাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন। এরই মাঝে চোর তার সাইকেলটি তালা ভেঙে নিয়ে চলে যায়।