আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলা পৌর শহরের নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় হাসপাতাল বাজারে বিশিষ্ট সবজি ব্যবসায়ী ওসমান অালীর নিরাপদ সবজি দোকানের শুভ উদ্বোধন করা হয়।
ব্যবসায়ী কেন্দ্রটি গাংনী কৃষি অফিস ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এসময় বিষ মুক্ত শাক সবজি বিক্রয়ের জন্য পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারেফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সবজি প্রকল্প পরিচালকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গরা