Home » কুষ্টিয়ায় তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
186 ভিউজ

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

১৩ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। শপথ বাক্য পাঠ করানোর পূর্বে চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনাদেরকে জনকল্যাণে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলসহ তিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

০ মন্তব্য

You may also like

মতামত দিন