নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে পশু (প্রাণী) মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গাংনী উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্ত্বরে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন। মেলায় বিভিন্ন উন্নত জাতের গবাদী পশু ও পাখির স্টল করা হয়।