Home » মেহেরপুরের সরকারি জায়গা অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ নোটিশ

মেহেরপুরের সরকারি জায়গা অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ নোটিশ

কর্তৃক xVS2UqarHx07
198 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর শহরের সার্কিট হাউজ সড়কের পাশে খাস জমি ও কোর্ট মসজিদের দখলীয় জমির অবৈধভাবে দখল করে রাখায় দখলমুক্ত করার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বৃহস্পতিবার দুপুরের দিকে আশরাফুল ইসলামকে নোটিশ প্রদান করেন। আশরাফুল ইসলাম মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার হাফিজুর রহমানের ছেলে।

নোটিশে বলা হয়েছে তফসিলভুক্ত জমিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এবং প্রতি উপজেলায় নির্মিত মডেল মসজিদ প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনের জন্য নির্বাচিত হয়েছে। এবং সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ চলমান আছে।একই কার্যক্রমের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক নির্মিত মসজিদ এর পারিপার্শিক ভাবগাম্ভীর্য পবিত্রতা ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে সীমানা নির্ধারণ পূর্বক সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এবং তদুপ্রেক্ষিতে সংশ্লিষ্ট জায়গায় সত্য দখল বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেছেন।

এমতাবস্থায় নিম্নবর্ণিত তফসিলভুক্ত খাস জমি ও মসজিদের নামে জমিতে সকল প্রকার অবৈধ দখল পরিত্যাগ পূর্বক নির্মিত স্থাপনা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অনুকূলে বুঝিয়ে দেওয়া জন্য অনুরোধ করা হলো। অন্যথায় উক্ত জায়গা হতে আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ

০ মন্তব্য

You may also like

মতামত দিন