Home » আইজিপির স্বাক্ষর জাল করে কনস্টেবল নিয়োগে সুপারিশ করায় দুই প্রতারক আটক

আইজিপির স্বাক্ষর জাল করে কনস্টেবল নিয়োগে সুপারিশ করায় দুই প্রতারক আটক

কর্তৃক xVS2UqarHx07
188 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর স্বাক্ষর জাল করে কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

আইজিপির স্বাক্ষর জাল করে প্রতারক বিষ্ণু বর্মন এবং স্বপন সিং গত ২১ অক্টোবর কনস্টেবল পদে নিয়োগের জন্য একজন প্রার্থীর পরিচয় উল্লেখ করে বাগেরহাটের জেলা পুলিশ সুপারের কাছে লিখিত সুপারিশ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল দুই প্রতারককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষ্ণু বর্মনের বাড়ি ঝালকাঠি জেলায়, তার পিতার নাম নিরঞ্জন বর্মন। স্বপন সিংহের বাড়ি পটুয়াখালী। তার পিতা মৃত বীরেন্দ্র নাথ সিংহ।

সূত্রঃ বাংলাদেশ পুলিশ ফেসবুক পেজ

০ মন্তব্য

You may also like

মতামত দিন