মেহেরপুর প্রতিনিধি:
আগামী ২৬ নভেম্বর মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত আহ্বায়ক অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৭ নভেম্বর আপত্তি দাখিল। ৮ নভেম্বর শুনানি। ৯ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল। ১১নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৪ নভেম্বর বাছায়। ১৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৬ নভেম্বর সকাল ৯.৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু।