Home » আধুনিক লং বুম এক্সিভেটর দিয়ে দ্রুত মেহেরপুরের গড় পুকুরের খনন কাজ শুরু হয়েছে

আধুনিক লং বুম এক্সিভেটর দিয়ে দ্রুত মেহেরপুরের গড় পুকুরের খনন কাজ শুরু হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
258 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

আধুনিক লং বুম এক্সিভেটর দিয়ে দ্রুত মেহেরপুরের গড় পুকুরের খনন কাজ শুরু হয়েছে। পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নির্দেশে ঢাকা থেকে লং বুম মাটি কাটার এক্সিভেটর নিয়ে এসে কাজের গতি বাড়ানোর জন্য এই মেশিন ব্যাবহার করা হচ্ছে।

রবিবার বুম মাটি কাটার এক্সিভেটর দিয়ে গড় পুকুরের মাটি কাটা শুরু হয়।এদিকে বুম মাটি কাটার এক্সিভেটর দিয়ে গড় পুকুরের মাটি কাটা শুরু করার পরপরই মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মাটি কাটার কাজ পরিদর্শন করেছেন। এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন কাজের গতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন