Home » আমঝুপি শিশু-কিশোর সংগঠনের পক্ষ থেকে রমজানের তৃতীয় দিনে প্রচন্ড খরতাপের মধ্যে দারিদ্র্য বিমোচন কর্মসূচি

আমঝুপি শিশু-কিশোর সংগঠনের পক্ষ থেকে রমজানের তৃতীয় দিনে প্রচন্ড খরতাপের মধ্যে দারিদ্র্য বিমোচন কর্মসূচি

কর্তৃক xVS2UqarHx07
219 ভিউজ

আমঝুপি অফিস:

স্বাবলম্বী নাম্বার ১-২-৩ মেহেরপুর জেলার তিনটি উপজেলার তিন প্রান্তে ১ –মেহররপুর সদর আমঝুপি।২- গাংনি- গাড়াবাড়িয়া। ৩ -মুজিবনগর জয়পুরে। তৃতীয় রমজানে প্রচন্ড খরতাপের মধ্যে এই মাত্র শেষ করলাম কর্মসুচিপালন করা হয়েছে।

উদ্যোগ ও অর্থায়নেঃ মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবী কল্যান ট্রাস্ট। বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠন আমঝুপি শিশু কিশোর সংসংগঠনও পরিবর্তনে মেহেরপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি শিশু-কিশোর সংগঠনের উপদেষ্টা আসাদুজ্জামান লিটন ,পরিবর্তন মেহেরপুরের পক্ষ থেকে শাহাবুদ্দিন,রফিকুল ইসলাম প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন