আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি মীর পাড়া জামে মসজিদ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম জানানোর লক্ষ্যে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার আসরের নামাজের পর আমঝুপি মিরপাড়া থেকে আমঝুপি প্রধান প্রধান সড়কগুলো র্যালি করা হয় । র্যালিতে উপস্থিত
মিরাজুল ইসলাম মিরাজ, জান্নাতুল ফেরদৌস হাসান, নাহিদ হাসান রাসেল,হাসিবুর রহমান,বায়েজিদ বোস্তামী কায়েস, আব্দুল বাছিত,আপেল মোহাম্মদ,সাব্বির রহমান জনি,নাজমুল হুসাইন,নাজিউর রহমান ,মুনিম, জিহাদ, সামিউল প্রমূখ অনুষ্ঠান পরিচালনা করেন ছিলেন আমঝুপি মীর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবর রহমান ।