Home » আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে আশরাফপুর এলাকায় দুই গ্রুপের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ

আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে আশরাফপুর এলাকায় দুই গ্রুপের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ

কর্তৃক xVS2UqarHx07
359 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

নির্বাচনের জয় লাভের পর বক্স বাজিয়ে আনন্দ করার ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে বিপ্লব (২০),শিমুল (১৮), মোঃ রুবেল (১৮) এবং মোঃ তালেব (৩৫) নামের ৪ জন আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব আশরাফপুর গ্রামের বকর আলীর ছেলে, মোঃ শিমুল একই গ্রামের হাবেলের ছেলে,মোঃ রুবেল খায়রুলের ছেলে এবং মোঃ তালেব মোঃ ফরিদের ছেলে। জানা গেছে ১৬ মার্চ আমদহ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন জয় লাভ করেন। বিজয়ী প্রার্থীর সমর্থকরা শুক্রবার রাতে বক্স বাজিয়ে আশরাফপুর সড়কে আনন্দ প্রকাশ করতে থাকে।

এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় সংঘর্ষে ৪ জন আহত হয়। এ সময় একাধিক বাড়ি ভাঙচুর করে বলে খবর পাওয়া গেছে। এদিকে সংঘর্ষ চলাকালে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্হলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন