Home » ইজিবাইক ছিনতাইয়ের ব্যর্থ,মেহেরপুরে এক ইজিবাইক চালককে পিটিয়ে গুরুত্বর আহত ।

ইজিবাইক ছিনতাইয়ের ব্যর্থ,মেহেরপুরে এক ইজিবাইক চালককে পিটিয়ে গুরুত্বর আহত ।

কর্তৃক xVS2UqarHx07
39 ভিউজ

মেহেরপুরে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে একদল ছিনতাইকারী। চালক শাহিনের সাহসিক প্রতিরোধের মুখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহিন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শাহিন মেহেরপুর শহরের নতুনপাড়ার মৃত সুরাত আলীর ছেলে।

আহত শাহিন জানান, সোমবার ভোরে তিনি ঢাকা থেকে আসা এক যাত্রীকে সদর উপজেলার সহগলপুর স্কুলের কাছে নামিয়ে দিয়ে মেহেরপুর শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে মনোহরপুর কবরস্থানের কাছে সড়কে ফেলে রাখা কলাগাছ দেখতে পান। প্রথম দফায় গতি বাড়িয়ে কলাগাছ অতিক্রম করতে সক্ষম হলেও সামনে আরেক দফা কলাগাছের কারণে ইজিবাইকটি আটকে উল্টে যায়।

এ সময় পাশের একটি বাগান থেকে মুখোশ পরা সাতজন ছিনতাইকারী তাকে টেনে নিয়ে যায়। তারা তার গায়ের চাদর ছিঁড়ে হাত বেঁধে ব্যাপক মারধর করে। একপর্যায়ে তিনজন তাকে পাহারা দিতে থাকে এবং বাকি চারজন ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়।

তবে গাড়িটি উল্টে যাওয়ার কারণে ব্যাটারির তার ছিঁড়ে গেলে তারা সেটি চালু করতে ব্যর্থ হয়।
শাহিন আরও জানান, একপর্যায়ে তিনি কৌশলে হাতের বাঁধন খুলে ফেলতে সক্ষম হন। ছিনতাইকারীদের কাছে ধারালো অস্ত্র না থাকায় তিনি সাহস নিয়ে তাদের ওপর প্রতিরোধ গড়ে তোলেন। এতে ছিনতাইকারীরা ভয় পেয়ে একে একে পালিয়ে যায়।

পরে তিনি বাড়িতে ফোন করলে স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন