ফরিদপুরের ভাঙ্গায় এবার ১’শ পরিবার পেল এক টাকা গরুর মাংস। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে উপজেলার পুকুরিয়া তেলের পাম্প সংলগ্ন এলাকায় মাধবপুর বাস স্ট্যান্ড ও মাধবপুর টেকনিক্যাল কলেজ এলাকায় গরিব অসহায় হতদরিদ্রদের মাঝে এক টাকা এই গরুর মাংস বিতরণ করা হয়।
Close PlayerUnibots.com
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল এর উদ্যোগে এক টাকায় শতাধিক পরিবারের মধ্যে এই গরুর মাংস বিতরণ করা হয়।
এক টাকায় গরুর মাংস পাওয়া ভ্যানচালক রহিম উদ্দিন শেখ জানান রহিম উদ্দিন শেখ জানান কুরবানিতে গরুর মাংস পেয়েছিলাম এর পরে আর গরুর মাংস খাওয়া হয়নি আজ এক টাকায় গরুর মাংস পেয়ে পরিবার নিয়ে দুই বেলা খেতে পারব।
এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, গরিব অসহায় মানুষ মাংস কিনে খেতে পারে না। এজন্যই আজ আমি বাংলা উপজেলার বিভিন্ন স্থানে ১০০ পরিবারের মধ্যে ১০০ কেজি গরুর মাংস প্রতীক হিসেবে ১ টাকায় বিক্রি করেছি। আমি এর আগেও বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষদের মধ্যে চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি। এর আগে সদরপুর উপজেলায় ১০ টাকায় ইলিশ মাছ বিক্রি করেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষ যেন দুবেলা গরুর মাংস দিয়ে ভাত খেতে পারে। ভবিষ্যতেও আমার মানব কল্যাণে কাজ অব্যাহত থাকবে।

