Home » একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

কর্তৃক ajkermeherpur
69 ভিউজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেয়া যাবে না। একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই।

তিনি আরও বলেন, ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উসকানি দেবেন এবং সন্ত্রাস চালাবেন; আমার ভাইয়ের ওপর গুলি চালাবেন, ভারত থেকে সন্ত্রাস চালালে আমরা বরদাশত করব না।

মাহফুজ আলম বলেন, ভিনদেশি অ্যাসেটরা হাদিকে মারার যুক্তি উৎপাদন করেছে। তাকে যখন মারা হয়েছে, তখন সবগুলো নীরব হয়ে বসে রয়েছে। কোনো কথা নেই, সবাই নাটক করছে আমাদের সঙ্গে।

দেশের ভেতরের রাজনৈতিক লড়াই দেশের ভেতরেই মোকাবিলা করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা মনে করেছিলাম, আমরা এই দেশের ভেতরের রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভেতরে মোকাবিলা করব। আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে, যদি এই দেশের লড়াই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন