Home » একসঙ্গে জন্ম নেয়া তিন নবজাতকের মায়ের হাতে উপহার তুলে দিলেন গাংনীর ইউএনও।

একসঙ্গে জন্ম নেয়া তিন নবজাতকের মায়ের হাতে উপহার তুলে দিলেন গাংনীর ইউএনও।

কর্তৃক ajkermeherpur
37 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নারগিস খাতুন (২৮) নামে এক গৃহবধূ। গত ১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারি ও সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় তিন নবজাতক। ইতোমধ্যেই তাদের নামও রাখা হয়েছে। একজনের নাম উমাইয়া ইয়াসমিন সিফা, অন্যজন উবাইদা ইয়াসমিন সাফা এবং অপরজন আলী হাসান উসামা। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।
তিন সন্তানের জননী নারগিস খাতুন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী।
ঘটনাটি জানাজানি হলে বুধবার (২৭ আগস্ট) দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন নবজাতক ও প্রসূতি মাকে দেখতে তাদের বাড়িতে যান। এ সময় তিনি নবজাতকদের জন্য শিশু খাদ্য এবং প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন। এ সময় উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন ও রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, “আমরা বিষয়টি জানার পর নবজাতক ও প্রসূতি মাকে দেখতে এসেছি। তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নবজাতকদের জন্য কিছু শিশু খাদ্য ও প্রসূতি মায়ের জন্য একটি সেলাই মেশিন নিয়ে এসেছি। এছাড়া পরবর্তীতে কোন সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।”

রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম বলেন, “প্রসূতি মায়ের গর্ভাবস্থার সময়ই আমরা মাতৃত্বকালীন কার্ড করে দিয়েছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা তাদের দেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন