Home » এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরীর ইন্তেকাল।

এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরীর ইন্তেকাল।

কর্তৃক ajkermeherpur
14 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা ও সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে সিলেট ওয়েসিস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নিজাম উদ্দিন চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামে হলেও বর্তমানে তিনি একই ইউনিয়নের রুকনপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসাও চলছিল এবং সাম্প্রতিক সময়ে তিনি শারীরিকভাবে কিছুটা সুস্থও ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবাদত হোসেন নিজেই বাবাকে নিয়ে সিলেটে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। কিন্তু পথে বাবার অবস্থা অবনতির দিকে গেলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার রাতে এবাদতের বাড়ি রুকনপুরে গিয়ে দেখা গেছে, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজাম উদ্দিন চৌধুরীকে শেষবারের মতো দেখতে ভিড় করছেন। বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবাদত ও তার পরিবার।

ট্যাগস

০ মন্তব্য

You may also like

মতামত দিন