Home » কলকাতার হাসপাতালে মারা গেলেন আ. লীগের প্রবীণ নেত্রী

কলকাতার হাসপাতালে মারা গেলেন আ. লীগের প্রবীণ নেত্রী

কর্তৃক ajkermeherpur
324 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

এবার ভারতে মারা গেছেন আওয়ামী লীগের প্রবীণ নেত্রী কনিকা বিশ্বাস। বুধবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের প্রাদেশিক রাজধানী কলকাতার কাছে সল্টলেকের মণিপাল হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত কারণে দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন এবং বেসরকারী হাসপতালটিতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন কনিকা বিশ্বাস।তিনি ছয় ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, দফা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস।

কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা: সুবোধ বিশ্বাস বলেন, ‘বুধবার বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো।’

সূত্র:BD 24 REPORT

০ মন্তব্য

You may also like

মতামত দিন