সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:
কৃষক হত্যা দিবস উদযাপন উপলক্ষে গাংনী উপজেলা কৃষক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে কাথুলি মোড় গাংনী উপজেলা কৃষকলীগের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মহাবুব আলম (শান্তি)। প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ ( লিখন)। এসময় উপস্থিত ছিলেন , যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (টুটুল), মঠমুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ, বামুনদি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়ারুল হক, গাংনী উপজেলা সদস্য হুমায়ুন কবির, তারিক আহমেদ নুর আহমেদ রিন্টুসহ স্থানীয় ও বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় সর্বসম্মতি ক্রমে বর্তমান সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমানের অনুপস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসিবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।