Home » কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত হলেও মসজিদ ও কুরআন অক্ষত

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত হলেও মসজিদ ও কুরআন অক্ষত

কর্তৃক ajkermeherpur
56 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর কড়াইল বস্তিতে বুধবার (২৫ নভেম্বর) ভয়াবহ আগুনে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে পুড়ে গেছে বাসা-বাড়ি, দোকানপাট, পোষা সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। তবে আশ্চর্যজনকভাবে মসজিদ এবং পবিত্র কুরআনের হরফ অক্ষত রয়েছে, যা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর কাছে স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও মসজিদটি আগুনের পথে না থাকার কারণে তা নিরাপদ থাকে। আশেপাশের ঘরবাড়ি প্রায় সম্পূর্ণ পুড়ে গেলেও মসজিদ এবং কুরআনের কপি অক্ষত থাকে। স্থানীয় কমিউনিটি ও ইসলামিক সংস্থা দ্রুত কার্যক্রমে নেমে আগুনের সময় মসজিদ ও ধর্মীয় সামগ্রী নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করে।

এই ঘটনায় এলাকার মানুষ এটিকে আল্লাহর রহমত ও অদ্ভুত রক্ষা হিসেবে দেখছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন ও জরুরি সহায়তার দাবি উঠেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন