Home » খুলনায় হোটেলে অভিযান অসামাজিক কার্যক্রমে জড়িত ৯ আটক।

খুলনায় হোটেলে অভিযান অসামাজিক কার্যক্রমে জড়িত ৯ আটক।

কর্তৃক ajkermeherpur
18 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নয় তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন: মামুন বিশ্বাস (৩০) ও আমিনুর রহমান(২৭)। এ ছাড়া আরও সাত তরুণী রয়েছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন সংবাদ পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। খুলনার কোনো হোটেলকে অসামাজিক কর্মকাণ্ডের জায়গা হতে দেয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও সতর্ক করেন ওসি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন