Home » গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না’

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না’

কর্তৃক ajkermeherpur
13 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

গণভোট নিয়ে এখনো মানুষ বুঝতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সাথে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’, মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।’

শনিবার দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিলো। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।’ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন