Home » গাংনী উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত যুবক জাব্বারুল ইসলাম

গাংনী উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত যুবক জাব্বারুল ইসলাম

কর্তৃক xVS2UqarHx07
183 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

তেরাইল-করমদী সড়কের তেরাইল পশ্চিমপাড়া এলাকায় ধান মাড়াই করা হফারের ধাক্কায় পা হারাতে বসেছেন যুবক জাব্বারুল ইসলাম (৩৫)। জাব্বারুল ইসলাম গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের ইয়াছুদ্দীন আহমেদের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তেরাইল পশ্চিমপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। আহত জাব্বারুলের সঙ্গী সহিব হাসান জানান, আহত জাব্বারুল ইসলাম সহ আমরা তিনজন সৌদী যাওয়ার উদেশ্যে মেহেরপুর টিটিসি থেকে তিন দিনের প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফিরছিলাম। আগামী রোববার মেহেরপুর টিটিসি থেকে আমাদের প্রশিক্ষণ সনদ দেবে।

সনদ নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা ভিসা লাগানোর উদেশ্যে ঢাকাতে যাবো। স্যালো ইঞ্জিনচালিত আলগামনে চড়ে আজকেই বাড়ি ফিরছিলাম আমরা। তেরাইল পশ্চিমপাড়া এলাকায় পৌছানো মাত্রই অপরদিক থেকে আসা ধান মাড়াইকরা হপার ধাক্কা মারে। এতে জাব্বারুল ইসলামের ডান পা ভেঙ্গে যায়।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত স্যাকমো শরিফুল ইসলাম জানান, তার পা ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন