আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে বেঞ্চ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে বেঞ্চ বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা প্রকৌশলী বিভাগের তত্বাবধানে গাংনী উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে মোট ২৮১ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।