সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:
রান্না করার সময় চুলার আগুনে ভূশীভুত ৬ পরিবার
রান্না করার সময় চুলার আগুন সৃষ্ট এখন অগ্নিকাণ্ড সাতটি পরিবারের বাড়িঘর ভূশীভুত হয়েছে। এতে নগদ টাকা সহ অন্তত ১৫ লাখ টাকা মালামাল ভূশীভুত হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে গাংনীর কুঞ্জনগর গ্রামে । গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দুজন বিদ্যুৎসপিস্টে আহত হয়েছে। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।
স্থানীয় সূত্রে লোকমান হোসেন জানান, মন্টুর স্ত্রী রান্না করছিলেন হঠাৎ চুলোর আগুন রান্নাঘরে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পার্শ্ববর্তী বাড়ি মনিরুল ইন্তাজুল সিরাজুল মোকাব আলীর দুই ছেলের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে এতে নগদ টাকা ও অন্যান্য মালামালসহ অন্তত ১৫ লক্ষ টাকার মালামাল বিনষ্ট হয়। ভুক্তভোগীরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। স্থানীয়রা আরো জানান ঘটনায় বামুন্দি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা আসেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকা সেতু জানান, তিনি ঘটনায়স্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এবং গ্রস্ত হয়েছেন তাদেরকে ও সহযোগিতা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।