আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চেংগাড়া নামক স্থানে গাছ চাপায় এক শিশু ও তার মা-বাবা আহত হয়েছেন। আহতরা হলেন-গাংনী উপজেলার ওলিনগর গ্রামের বাসিন্দা মােটরসাইকেল সাহারুল ইসলাম (৩০), তার স্ত্রী রিক্তা খাতুন (২৫) ও তাদের লিজন হােসেন (৬)। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক (সম্প্রসারণ) চারলেন উন্নতিকরণের লক্ষে সড়কের দু’পাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। রবিবার বিকেলে সাহারুল একটি মােটরসাইকেলযােগে স্ত্রী ও শিশুপুত্র নিয়ে বাড়ি থেকে গাংনী উপজেলা শহরের দিকে আসছিলেন। সড়কের পাশের একটি গাছ কাটার সময় অসাবধানবশত ওই গাছ সাহারুলের চলন্ত মােটরসাইকেলের উপর পড়ে। এসময় সাহারুল তার স্ত্রী ও শিশুপুত্র আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। শিশুপুত্র লিজন এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায়,সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।