Home » গাংনী উপজেলায় দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় জরিমানা আদায় করা হয়েছে

গাংনী উপজেলায় দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় জরিমানা আদায় করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
135 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী চারচারা বাজারের দুটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চিনিসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তারই অংশ হিসাবে সাহারবাটী বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। পণ্যেই মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় একই বাজারের মেসার্স ফেরদৌস স্টোরে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এ প্রতিষ্ঠান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দলটি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন