Home » গাংনী উপজেলায় রাত পোহালেই ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত

গাংনী উপজেলায় রাত পোহালেই ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
121 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

রাত পোহালেই মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কুতুবপুর স্কুল কলেজ (গাঁড়াবাড়ীয়া) কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে এ ওয়ার্ড থেকে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন-জিনারুল ইসলাম,সাহারুল ইসলাম,মহব্বত আলী ও রফিকুল ইসলাম। ২ নং ওয়ার্ডে মােট ভােটার সংখ্যা প্রায় ৪ হাজারের কাছাকাছি। এর মধ্য নারী ভােটারের সংখ্যা কিছুটা বেশী। ১ টি কেন্দ্র ও ১০টি বুথের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল। নির্বাচন অবাধ ও সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য, পুলিশ ও আনসার বাহিনী সদস্যরা ইতােমধ্যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন। এদিকে,নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন,নির্বাচন অবাধ,সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য,আড়াই মাস আগে কাথুলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও যাত্রা অভিনেতা আবু হানিফ স্ট্রােকজনিত কারণে মারা যান। সে থেকে এ ওয়ার্ডের মেম্বার পদটি শূন্য হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন