Home » গাংনী উপজেলায় শাশুড়ির অত্যাচারে গৃহবধুর বীষপান করেন

গাংনী উপজেলায় শাশুড়ির অত্যাচারে গৃহবধুর বীষপান করেন

কর্তৃক xVS2UqarHx07
241 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

গাংনীর খড়মপুরে শাশুড়ির অত্যাচারে গৃহবধুর বীষপান
শাশুড়ির অত্যাচার সইতে না পেরে বীষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক সন্তানের জননী তাসলিমা খাতুন (২৫)।
তাসলিমা খাতুন গাংনী উপজেলার খড়মপুর গ্রামের ইকলাছ আলীর স্ত্রী।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে বীষপান করলে মূমূর্ষ অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাসলিমা খাতুন জানান, সংসারের টুকিটাকি বিষয় নিয়ে আমার শাশুড়ি তহুরা খাতুন প্রায় দিনিই আমাকে নানাভাবে গালাগাল করেন। মাঝে মধ্যে আমার শাশুড়ির কথা শুনে আমার স্বামীও আমাকে মারধর করে। শাশুড়ির অত্যাচার থেকে হোয় পেতেই বীষপান করি।

এদিকে ইকলাছ হোসেন বলেন, দুপুরের দিকে আমার সাথে স্ত্রী তাসলিমা খাতুনের সাংসারিক বিষয় নিয়ে মনমালিন্য হওয়ায় সে বীষপান করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক দেবাশীষ কাপুড়িয়া জানান বর্তমানে তাসলিমা খাতুন ভাল আছেন। তবে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন