Home » গাংনী উপজেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটেছে

গাংনী উপজেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটেছে

কর্তৃক xVS2UqarHx07
269 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটেছে। এ ঘটনায় বসত ও গােয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

অগ্নিকান্ডে গৃহকর্তার ১টি গরু পুড়ে মারাত্মক ভাবে আহত হয়েছে। ধান,চাউল ও আসবাবপত্রসহ আনুমানিক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আব্দুর রশীদসহ ৩জন আহত হয়েছেন। আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছেন।

রবিবার দিবাগত রাত ১০টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের মােল্লা পাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুর রশীদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গৃহকর্তা আব্দুর রশীদ তার গােয়াল ঘরে মশা তাড়াবার জন্য কয়েল রেখেছিলেন। ওই কয়েলের আগুন গােয়াল ঘরে লাগে। পরে ওই আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি পরিবারের লােকজন বুঝতে পেরে দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচে। তবে আগুন নেভাতে গিয়ে গৃহকর্তাসহ ৩জন আহত হয়। খবর শুনে বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁছানাের আগেই ঘর পুড়ে ভস্মীভূত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন