Home » গাংনী উপজেলায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

গাংনী উপজেলায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
223 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেইসাথে মাদক বহনে ব্যবহৃত একটি পাখি ভ্যান যত করা হয়। শনিবার দুপুরের দিকে গাংনী উপজেলার পিরতলা বটতলা বাজার এলাকা থেকে ওই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহির জানান, ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বস্তায় করে ভাঙ্গারি বহনকারী একটি পাখি ভ্যান এর গতিরোধ করা হয়। এসময় ভ্যানচালক তার ফ্যান ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভাঙ্গারির বস্তা তল্লাশি করে তার মধ্য থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ভ্যান চালক ও ফেনসিডিলের আসল মালিক ও ভ্যান চালক কে চিহ্নিত করার জন্য কাজ করছে পুলিশ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন