Home » গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে ৬টি ইটভাটায় সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে ৬টি ইটভাটায় সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
186 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬টি ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধনী-২০১৯ এর আওতায় জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন।

বুধবার দুপুরে গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের পোড়াপাড়া ও বামন্দী এলাকার ৬টি ইটভাটা অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আইন অমান্য করে ইটভাটায় কাঁঠ পোড়ানো ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পোড়াপাড়া এলাকার মোয়াজ্জেম ব্রিকস, আরএসবি, ফাইপ স্টার ও বামন্দী এলাকার এমএসআরএফএল এবং বিবিএল বিকসের মালিকদের প্রত্যেককে ২লাখ ৫০ হাজার টাকা এবং বামন্দী সিবিএল ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন