Home » গাংনী থানা বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার

গাংনী থানা বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
262 ভিউজ

আজকের মেহেরপুর:

বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ।

সোমবার (৩০ জুলাই ২০২১) ভোর সোয়া ৪টার সময় উপজেলার মড়কা বাজার এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও চোরেরা পালিয়ে যায়।

ঘটনা সূত্রে জানা গেছে, রোববার (২৯ আগস্ট ২০২১) দিবাগত রাত দুইটার দিকে তারিকুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তির ইজিবাইক চুরি হয়। তারিকুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের ক্লাবপাড়ার মৃত মোশারফ হোসেন মাস্টারের ছেলে।

তারিকুল ইসলাম জানান, তার ইজিবাইক গাড়িটি রোববার দিবাগত রাত দুইটার দিকে চুরি করে চোরেরা পালানোর সময় হোগলবাড়িয়া বাজারে পাহারাদারদের বাধার মুখে পড়ে। ওই সময় পাহারাদার লুৎফর ও আসমত আলী গাড়ি থামাতে বললে চোরেরা তাদেরকে ফাঁকি দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে পাহারাদাররা তারিকুলের বাড়িতে এসে বিষয়টি জানালে তারিকুল তাৎক্ষণিকভাবে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুস্তাফিজুর রহমান ঘটনাটি পুলিশ কন্ট্রোল রুমকে জানান। ওই সময় পুলিশ কন্ট্রোল রুম থেকে চারিদিকে ঘটনাটি জানানো হলে সম্পূর্ণ জেলা ব্যাপী পুলিশি অভিযান পরিচালনা করা হয়। রাত সোয়া চারটার দিকে গাংনী উপজেলার মড়কা বাজার নামক স্থানে পুলিশি বাধার মুখে ইজিবাইক গাড়ি ও গাড়িতে এক জোড়া সেন্ডেল ফেলে চোরেরা পালিয়ে যায়।

স্থানীয় এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ হেকমত আলী জানান, ইজিবাইক উদ্ধারের সংবাদ পেয়ে ভোর রাতেই এসপি (সার্কেল) অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হেকমত আলী আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে ইজিবাইকটি মালিক তারিকুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে। চুরি হওয়া গাড়িটি উদ্ধারের ঘটনায় ইজিবাইকের মালিকসহ এলাকাবাসী গাংনী থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন